২৫ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৪০

সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের সেমিফাইনালে টাইগাররা!

অনলাইন ডেস্ক

সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের সেমিফাইনালে টাইগাররা!

মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে বাংলাদেশকেও সেমিফাইনালে তুলল ভারত

16px

আসরে এখনো কোনো জয়ের দেখাই পায়নি বাংলাদেশ, দুই ম্যাচে অর্জন কেবল একটা ড্র। আর তাতেই কিনা সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে গেছে টাইগাররা! এমনটাই ঘটেছে সাইফুল বারীর দলের সাথে। ভারতের জয়ে শেষ চার নিশ্চিত করেছে বাংলাদেশ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর,২০২৪) ভারত মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়।

অন্যদিকে জিতলে বা ড্র করলে তো বটেই, ১ গোলের ব্যবধানে হারলেও শেষ চারে উঠে যেত নেপাল। তবে ভারতের বিপক্ষে সেই সমীকরণ ধরে রাখতে পারেনি তারা। বাংলাদেশের চেয়ে বেশি ব্যবধানে হারায় কপাল পুড়েছে। বাংলাদেশের সমান পয়েন্ট নিয়েও গোল পার্থক্যে পিছিয়ে থেকে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে মালদ্বীপ। দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ভারত ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন। রানার্সআপ হওয়ায় বাংলাদেশ দল শেষ চারের ম্যাচে মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়নের। গ্রুপ ‘বি’-এ সেরা হওয়ার দৌড়ে আছে ভুটান ও পাকিস্তান, দুই দলের পয়েন্ট ৪ করে। ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে নেপাল।

প্রতিমুহূর্ত/নীল/আল-আমিন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

পত্রিকার বাছাইকৃত