বাংলাদেশ ও ভারতের মধ্যকার কানপুর টেস্টে পিছু ছাড়ছে না বৃষ্টি। টেস্ট শুরুর আগেই কানপুরের আকাশে ছিল মেঘের আনাগোনা। এদিকে প্রথম দিনে মাত্র ৩৫ ওভার ব্যাট করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় দিনেরও পিছু ছাড়ছে না বৃষ্টি। প্রথম দিনের ঘাটতি পোষাতে নির্ধারিত সময় সকাল ১০টার আগেই খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা সম্ভব হয়ে ওঠেনি।
ঝিরিঝিরি বৃষ্টি চলমান থাকায় মাঠ একেবারেই খেলার অনুপযোগী হয়ে গেছে। যে কারণে আম্পয়াররা দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছেন। এতে করে হয়ত বাংলাদেশই লাভবান হয়েছে! কেননা প্রায় দুই দিন বৃষ্টি হওয়ায় এখন টেস্টটা অন্তত করার সুযোগ থাকছে টাইগারদের সামনে। কিন্তু এসব বাদে আরেকটি বড় প্রশ্নও সামনে এসে গেছে।
সেটি হচ্ছে, কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম খেলার জন্য কতটা উপযুক্ত? আদৌ কি এমন মাঠে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন যথার্থ? আনুসঙ্গিক অনেক কারণে এমন প্রশ্ন সবার সামনে চলে এসেছে।
বৃষ্টির দাপট কমলে তৃতীয় দিন সকালে ৩ উইকেটে ১০৭ রানে খেলা শুরু করবেন মুশফিক ও মুমিনুল। ৭ চারে ৮১ বলে ৪০ রান করেছেন মুমিনুল। ১৩ বলে ৬ রান মুশফিকের। দুজনের অবিচ্ছিন্ন জুটি ২৭ রানের।
দুই দিনের ক্ষতি পুষিয়ে নিতে রবিবার ত্রিশ মিনিট আগে অর্থাৎ সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে খেলা।
প্রতিমুহূর্ত/নীল/আল-আমিন