ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে ২০ ওভারের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন সাকিব আল হাসান। ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটও ছাড়বেন তিনি।
আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর ২০২৪) কানপুরে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, 'আমার মনে হয় টি-টোয়েন্টিতে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি, মিরপুর টেস্টে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট'।
সাকিবের গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটাই ছিল ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে শেষ ম্যাচ। যেখানে টি-টোয়েন্টিতে তার অভিষেক হয়েছিল ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে। ব্যাট হাতে ২৬ রান আর বল হাতে ১ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের সাক্ষী হয়েছিলেন সাকিব। দেশের ইতিহাসের প্রথম টি-টোয়েন্টি ম্যাচেই ছিলেন তিনি। এরপর প্রতিনিধিত্ব করেছেন টানা নয় বিশ্বকাপে।
৭০ টেস্টে ৪৬০০ রান এবং ২৪২ উইকেট আছে তার নামের পাশে। অন্যদিকে, ১২৯ টি-টোয়েন্টিতে ২৫৫১ রানের পাশাপাশি তার ঝুলিতে রয়েছে ১৪৯ উইকেট।
আন্তর্জাতিক ক্রিকেটে নামের পাশে ১৪,০০০ এর বেশি রান এবং ৭০০ উইকেট নিয়ে নিঃসন্দেহে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার সাকিব আল হাসান। প্রথম বাংলাদেশি হিসেবে একদিনের ক্রিকেটে ২,০০০ রান এবং ১০০ উইকেটের ডাবল অর্জন করেছেন তিনি। এবং তিনিই একমাত্র বাংলাদেশি বোলার যিনি এই ফরম্যাটে ৩০০ এর বেশি উইকেটের মালিক। তাছাড়া, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দলের জন্য সর্বাধিক রান এবং উইকেট রয়েছে তার, যা কোনো বাংলাদেশি অলরাউন্ডারের অতিক্রম করার সম্ভবনা সহসাই দেখা যাচ্ছে না।
প্রতিমুহূর্ত/নীল/আল-আমিন