ডি'অরে সংক্ষিপ্ত তালিকা প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি পোস্ট করেন রদ্রিগো। গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি হাতে নিজের ছবি দিয়ে হাসির ইমোজি দিয়ে কটাক্ষ করেন নির্বাচকদের। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, 'আমি উপহাস করেই পোস্ট করেছিলাম। এখন এসব নিয়ে আর বেশি কিছু বলার নেই। আমার ক্ষোভের কথা সবারই জানা। রিয়াল মাদ্রিদে ও জাতীয় দলে সবাই আমাকে সমর্থন করেছে, বাইরেও অনেকে আমাকে বার্তা পাঠিয়েছে।'
সম্প্রতি ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্ষোভ প্রকাশ করে রদ্রিগো বলেন, 'আমি খুবই হতাশ হয়েছিলাম। আমার মনে হয়, এটা আমার প্রাপ্য ছিল। ৩০ জনের তালিকায় যারা আছেন, তাদেরকে আমি ছোট করতে চাই না অবশ্যই। তবে বিশ্বাস করি, সেখানে জায়গা পাওয়া উচিত ছিল আমার। এটা বিস্ময়কর ছিল, তবে আমার তো আসলে কিছু করার নেই। আমি তো সিদ্ধান্ত নেওয়ার কেউ নই।'