২৯ সেপ্টেম্বর, ২০২৪ ১৬:০৫

শর্তসাপেক্ষে আর্থিক খাত সংস্কারে সহায়তা দিবে বিশ্বব্যাংক ও আইএফসি

অনলাইন ডেস্ক

শর্তসাপেক্ষে আর্থিক খাত সংস্কারে সহায়তা দিবে বিশ্বব্যাংক ও আইএফসি

দেশের আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংক ও আইএফসি সব ধরনের সহায়তা করবে: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

16px

দেশের আর্থিক খাত সংস্কারে শর্ত সাপেক্ষে বিশ্বব্যাংক ও ইন্টারন্যাশনাল ফাইনান্স করপোরেশন (আইএফসি) সব ধরনের সহায়তা করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

আজ রবিবার (২৯ সেপ্টেম্বর, ২০২৪) দুটি সংস্থার প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 

রোববার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে দু’টি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান।

ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, এ অর্থ পাওয়া গেলে ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ড সংস্কারের কাজে ব্যয় করা হবে।’ যদিও ঋণ সহায়তার অঙ্ক জানাতে চাননি তিনি।

কোন কোন খাতে তারা সহায়তা দেবে সে বিষয়ে কি কিছু জানানো হয়েছে-এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, তারা তো আর্থিক ও কারিগরি সহায়তা দেবে, ব্যাংকিং খাত ও এনবিআর সংস্কারের ক্ষেত্রে। এছাড়া এনার্জি খাতেও কিছু আছে। সার্বিকভাবে আমাদের আর্থিক উন্নয়ন এবং আর্থ সামাজিক উন্নয়নে তারা সহায়তা করবে।

কী পরিমাণ সহায়তা দেবে সে বিষয়ে তিনি বলেন, ‘অ্যামাউন্টের বিষয়ে এখন আমি বলব না। প্রত্যেকটা ডোনার এবং অন্যান্য ডোনার কী দেবে সেটুকু জেনে সবটুকু নিয়ে পরে আপনাদের জানানো হবে। যথাসময়ে জানাবো কোন ডোনার কী দিয়েছে, তবে এখন না।’

এর আগে গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় সাইডলাইন বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বিশ্বব্যাংক সাড়ে ৩ বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তার ঘোষণা দিয়েছেন।

প্রতিমুহূর্ত/নীল/আল-আমিন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

পত্রিকার বাছাইকৃত