৮ অক্টোবর, ২০২৪ ১২:৩১

একদিন বাড়িয়ে দুর্গাপূজার ছুটি নিয়ে নতুন ঘোষণা

অনলাইন ডেস্ক

একদিন বাড়িয়ে দুর্গাপূজার ছুটি নিয়ে নতুন ঘোষণা

দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর ফলে আসন্ন শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হচ্ছে বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে

16px

দুর্গাপূজার ছুটি বৃহস্পতিবার একদিন বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

আজ মঙ্গলবার (৮ অক্টোবর,২০২৪) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।

সকালে ঢাকাশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের মাহফুজ আলম এ কথা জানান।

এর ফলে শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে চলতি মাসে টানা চার দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

এর মধ্যে বিজয়া দশমীর সরকারি ছুটি থাকবে আগামী ১৩ অক্টোবর। তার আগে বৃহস্পতিবার, শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

দেশের সব সরকারি ও আধা-সরকারি অফিস এবং স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানেও এ ছুটি থাকবে।

এ সময় মাহফুজ অভিযোগ করেন, একটি পক্ষ সরকারের সঙ্গে সংখ্যালঘুদের দুরত্ব বাড়ানোর ষড়যন্ত্র করছে। তিনি বলেন, ‘তবে এ বিষয়ে সরকার সর্তক আছে। সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে নিরাপত্তাহীনতা নিয়ে যেসব অভিযোগ করা হয়েছে সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেয়ারও সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৌদ্ধ সম্প্রদায় কঠিন চিবর দান অনুষ্ঠানও যেনো নির্বিঘ্নে করতে পারে সেটির ব্যবস্থা করা হচ্ছে।’

মাহফুজ  বলেন, ‘দেশের মধ্যে দেশি বিদেশি চক্রান্ত চলছে সেটি প্রতিরোধ করতে কাজ করছে সরকার। দুষ্কৃতকারীদের ধরতে সরকার সচেষ্ট আছে। কোনো ষড়যন্ত্রকারীকেই ছাড় দেয়া হবে না।’

প্রতিমুহূর্ত/নীল/আল-আমিন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

পত্রিকার বাছাইকৃত