২৮ সেপ্টেম্বর, ২০২৪ ১৬:০৫

পোষাক কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ,আশুলিয়ায় বন্ধ ১৬ কারখানা

অনলাইন ডেস্ক

পোষাক কারখানার  শ্রমিকদের সড়ক অবরোধ,আশুলিয়ায় বন্ধ ১৬ কারখানা

শিল্পাঞ্চল আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেওয়া ও বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা

16px

সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে আজ শনিবার ১৬টি কারখানা বন্ধ রয়েছে। ওই এলাকার ১৮৬৩টির মধ্যে বাকি কারখানাগুলোতে উৎপাদন চালু আছে। শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকেরা। এদিকে, আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় একটি তৈরি পোশাক (মন্ডল নীট ওয়্যার) কারখানার শ্রমিকেরা কারখানা খুলে দেয়াসহ বিভিন্ন দাবিতে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় সড়কটিতে দেখা দেয় যানজটের।

শনিবার (২৮ সেপ্টেম্বর,২০২৪) সকাল থেকে শিল্পাঞ্চলে এমন দৃশ্য দেখা যায়।

শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, আজ শ্রমআইন ২০০৬ সালের ১৩(১) ধারায় কারখানা বন্ধ রয়েছে ১০টি কারখানা ও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে ৬টি কারখানায়। মোট ১৬টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। তবে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বেতন বৃদ্ধির দাবিতে মন্ডল গ্রুপের শ্রমিকরা বিক্ষোভ করছেন। তাদেরকে বুঝিয়ে সরক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।  

শিল্পাঞ্চলে গত কয়েক দিনের মতোই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় আছে। শিল্পাঞ্চলে সেনা টহল অব্যাহত রাখা হয়েছে।

প্রতিমুহূর্ত/নীল/আল-আমিন

সর্বশেষ খবর

হাইলাইটস

পত্রিকার বাছাইকৃত