২৪ সেপ্টেম্বর, ২০২৪ ১৬:৪৫

আগামী তিন দিনের জন্য সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক

আগামী তিন দিনের জন্য সাজেক ভ্যালি  বন্ধ ঘোষণা

আগামী ৩ দিন সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন

16px

পাহাড়ের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি আগামী তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এমন সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

জেলা প্রশাসক বলেন, সাজেক বন্ধ থাকার সময়ে কোনো পর্যটক সাজেকে আসতে পারবেন না। পরিস্থিতির উন্নতি হলে আবার সাজেকে পর্যটকরা অবাধে যাতায়াত করতে পারবেন।

অবরোধের কারণে ৩ দিন আটকে থাকায় দুর্ভোগে পড়েছে পর্যটকরা। সেনাবাহিনীর সহায়তায় পর্যটকরা মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি শহরে পৌঁছায়।

তিন পার্বত্য জেলায় বিক্ষুব্ধ জুম্ম জনতার ডাকা ৭২ ঘণ্টার সড়ক অবরোধে পর্যটন এলাকা সাজেকে প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েছিলেন। এতে সাজেকের সাথে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। শুক্রবার থেকে আটকে থাকায় বিপাকে পড়েন পর্যটকরা।

প্রতিমুহূর্ত/নীল/আল-আমিন

সর্বশেষ খবর

হাইলাইটস

পত্রিকার বাছাইকৃত