২৪ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:০৭

বিপজ্জনক এমপক্সের সংক্রমণ এবার ভারতেও

অনলাইন ডেস্ক

বিপজ্জনক এমপক্সের সংক্রমণ এবার ভারতেও

এমপক্স (মাঙ্কি পক্স) এর নতুন বিপজ্জনক ধরণ ক্লেড ১বি-এর সংক্রমণ এবার দেখা গেল ভারতেও

16px

ভারতে মাঙ্কিপক্সের ভয়ানক ভ্যারিয়েন্ট ‘ক্লেড ১বি’ শনাক্ত হয়েছে। বার্তা সংস্থা এএনআই দেশটির সরকারি সূত্রকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগেই দেশে একজন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছিলেন। তবে তার বিপজ্জনক ভ্যারিয়েন্ট ছিল না। কিন্তু এবার মাঙ্কিপক্সের নতুন উপরূপ ক্লেড ১বি-এর সংক্রমণ শনাক্ত হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের পর এই নিয়ে দ্বিতীয়বার মাঙ্কিপক্স নিয়ে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে সরকারি সূত্রকে উদ্ধৃত করে এএনআই জানিয়েছে, দেশে ফেরার পর থেকে জ্বরে ভুগছিলেন ওই যুবক। ত্বকে র‌্যাশ বেরিয়েছিল। উপসর্গ দেখে সন্দেহ হয় চিকিৎসকের। নমুনা পরীক্ষা করা হলে শরীরে এমপক্সের সংক্রমণ ধরা পড়ে। সবচেয়ে বড় কথা, সেই সংক্রমণ মাঙ্কিপক্সের নতুন উপরূপ ক্লেড ১বি-এর।

এর আগে দিল্লিতে এক রোগীর শরীরে সংক্রমণ ধরা পড়েছিল। তবে সেটি ছিল ক্লেড ২ উপরূপের সংক্রমণ। তিনি আফ্রিকার একটি দেশ থেকে সদ্য ভারতে ফিরেছিলেন। একাধিক উপসর্গ থাকায় সন্দেহভাজন ওই রোগীর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। রিপোর্ট প্রকাশ্যে আসতেই দেখা যায়, তিনি এই ভাইরাসে আক্রান্ত।

এমপক্সের নতুন ধরন বিশ্বের একাধিক দেশে মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। আফ্রিকায় যে গতিতে সংক্রমণ ছড়িয়েছে, তার জেরে অগাস্টে এমপক্স নিয়ে গোটা বিশ্বের জন্য জরুরি অবস্থার সতর্কতা ঘোষণা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ২০২২ সালের পর এই নিয়ে দ্বিতীয় বার এমপক্স নিয়ে সতর্কতা জারি হয়েছে।

প্রতিমুহূর্ত/নীল/আল-আমিন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

পত্রিকার বাছাইকৃত