যুক্তরাষ্ট্রের ৪ অঙ্গরাজ্যে হারিকেন হেলেনের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে। এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় আছেন ফ্লোরিডা, জর্জিয়া, সাউথ ক্যারোলাইনা ও নর্থ ক্যারোলাইনার ৪০ লাখের বেশি বাসিন্দা।
শনিবার (২৮ সেপ্টেম্বর, ২০২৪) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এই ঝড়ের ফলে বৃহস্পতিবার রাতে ভূমিধসের ঘটনা ঘটেছে এবং বিগ বেন্ড এলাকায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় ২২৫ কিলোমিটার। উল্লেখ্য, এই এলাকা ফ্লোরিডার প্যানহ্যান্ডেল ও উপদ্বীপের সংযোগস্থল। এখানে মৎস্যজীবীদের গ্রাম রয়েছে এবং অনেকে ছুটি কাটাতে আসেন।
স্থানীয় একটি বার্তাসংস্থা দেখিয়েছে, একটি বাড়ি উল্টা গেছে। এই জনপদ ও পার্শ্ববর্তী টেলর কাউন্টির বেশিভাগ অংশই বিদ্যুৎ-বিচ্ছিন্ন ছিল।
ঝড়ের প্রভাবে ভারি বৃষ্টি অব্যাহত থাকায় হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল ও বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস। তবে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে অঙ্গরাজ্যগুলোতে শনিবার থেকে কিছু শিক্ষাপ্রতিষ্ঠান চালু হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে আঘাত হানে ফ্লোরিডার ইতিহাসে অন্যতম শক্তিশালী হারিকেন হেলেন। যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ জানিয়েছে, এটি গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে রূপ নিয়ে টেনেসি ও কেন্টাকির দিকে এগিয়ে যাচ্ছে।
প্রতিমুহূর্ত/নীল/আল-আমিন