নারীদের মতামতকে রাষ্ট্র গঠনে যুক্ত করার দাবি জানিয়েছে ‘ক্ষুব্ধ নারী সমাজ’।
গত শনিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৩টায় ‘ক্ষুব্ধ নারী সমাজে’র আয়োজনে রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে, ‘গণঅভ্যুত্থান ও নারী প্রশ্ন’ শীর্ষক এক সংলাপে বক্তারা এ দাবি করা হয়।
আলোচনায় অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ।
বক্তারা বলেন, জুলাই-আগস্ট মাসের ছাত্র-শ্রমিক-জনতার স্বৈরাচারী দুঃশাসনবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত গণঅভ্যুত্থান আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার সাহস দিয়েছে। নতুন রাজনৈতিক পরিবেশে পুঁজি ও পুরুষতন্ত্রের শৃঙ্খল ভেঙে নারী-পুরুষসহ সবার জন্য মর্যাদাপূর্ণ নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষ দানা বেঁধেছে।
তারা আরও বলেন, সংস্কারের অনেক কমিশন হচ্ছে কিন্তু নারী অধিকার কমিশন, শ্রমিক অধিকার কমিশন গঠনের কোনো খবর নেই। বিদ্যমান সংবিধান নারীদের অধিকার দিয়েছে জনজীবনে। কিন্তু পারিবারিক অধিকার, সম্পত্তির অধিকার রয়ে গেছে যার যার ধর্মের অধীনে।
প্রতিমুহূর্ত/নীল/আল-আমিন