৭ অক্টোবর, ২০২৪ ১৯:১৪

আগামী ১৫ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ

অনলাইন ডেস্ক

আগামী ১৫ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ

আগামী ১৫ অক্টোবর ১১টায় আনুষ্ঠানিকভাবে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার

16px

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১৫ অক্টোবর প্রকাশ করা হবে। ১৫ অক্টোবর বেলা ১১টার দিকে ফল প্রকাশ করা হবে। এবার ফল প্রকাশ করতে কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠান করা হবে না। নিজ নিজ শিক্ষা বোর্ড অফিস থেকে ফল প্রকাশ করা হবে।

আজ সোমবার (০৭ অক্টোবর,২০২৪) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক প্রফেসর তপন কুমার সরকার এ তথ্য জানান।

আগেই সিদ্ধান্ত হয়েছে এসএসসি বা সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে (বিষয় ম্যাপিং) হবে মাঝপথে বাতিল করা এইচএসসি বা সমমানের পরীক্ষার ফলাফল। এ প্রক্রিয়ায় একজন পরীক্ষার্থী এসএসসিতে একটি বিষয়ে যত নম্বর পেয়েছিল, এইচএসসিতে সেই বিষয় থাকলে তাতে এসএসসিতে প্রাপ্ত পুরো নম্বর বিবেচনায় নেয়া হবে।

আর এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষায় বিষয়ে ভিন্নতা থাকলে বিষয় ম্যাপিংয়ের নীতিমালা অনুযায়ী নম্বর বিবেচনা করে ফলাফল প্রকাশ করা হবে।

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, যে ছয়টি পরীক্ষা বাতিল হয়েছে যেসব বিষয়ের মূল্যায়নের ক্ষেত্রে জেএসসি ও এসএসসি পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করা হবে। অর্থাৎ জেএসসি এবং এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের গড় করে ফল তৈরি হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে জেএসসিতে প্রাপ্ত নম্বরের ২৫ শতাংশ ও এসএসসিতে প্রাপ্ত নম্বরের ৭৫ শতাংশ যোগ করে ওই বিষয়ে শিক্ষার্থীদের নম্বর দেওয়া হবে। যেমন- কোনো একটি বিষয়ে জেএসসিতে ১০০ নম্বর পেয়ে থাকলে সেখান থেকে ২৫ এবং একই বিষয়ে এসএসসিতে ১০০ নম্বর পেয়ে থাকলে ৭৫ নম্বর নেওয়া হবে। এ দুটি নম্বর যোগ করলে এইচএসসিতে ওই বিষয়ে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর হবে ১০০।

প্রতিমুহূর্ত/নীল/আল-আমিন

সর্বশেষ খবর

হাইলাইটস

পত্রিকার বাছাইকৃত